
অপারেশন ওয়ার্প স্পিড ”রাজনীতি কিংবা সামরিক ক্ষেত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন” ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চালু করা অপারেশন ওয়ার্প স্পিড-কে বর্ণনা করেছেন “রাজনীতি কিংবা সামরিক ক্ষেত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন” হিসেবে।
তিনি বলেন, এই উদ্যোগ কার্যত একটি সামরিক কৌশলের মতো বাস্তবায়ন করা হয়েছিল।
অপারেশন ওয়ার্প স্পিড ছিল ২০২০ সালে যুক্তরাষ্ট্র সরকারের নেতৃত্বে শুরু হওয়া একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, যার উদ্দেশ্য ছিল করোনাভাইরাস ভ্যাকসিন, চিকিৎসা পদ্ধতি এবং ডায়াগনস্টিক্স দ্রুত তৈরি, উৎপাদন ও বিতরণ করা।
পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের জানুয়ারির মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নেওয়া হয়েছিল।
এই উদ্যোগের অধীনে একাধিক ভ্যাকসিন প্রার্থীর জন্য অর্থায়ন করা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল ও উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়। প্রোগ্রামটি নেতৃত্ব দেন মনসেফ স্লাউই এবং জেনারেল গুস্তাভ।
এসময় প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে ফাইজার ও মডার্নার মতো ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন পায়।
উল্লেখ্য, অপারেশন ওয়ার্প স্পিড আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সমাপ্ত হয় এবং এর কার্যক্রম হস্তান্তর করা হয় হোয়াইট হাউস COVID-19 রেসপন্স টিমের কাছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক