1. Home
  2. প্রযুক্তি
  3. আইফোন ১৫ আসতে পারে ১২ সেপ্টেম্বর
আইফোন ১৫ আসতে পারে ১২ সেপ্টেম্বর

আইফোন ১৫ আসতে পারে ১২ সেপ্টেম্বর

0
  • 2 years ago,

আগামী ১২ সেপ্টেম্বর নতুন আইফোনের ঘোষণা আসতে পারে। এদিন আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইল।

বলা হয়েছে, চলতি বছর ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

এর ধারণক্ষমতা হতে পারে দুই টেরাবাইট। তবে বাজারে ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইটেও নতুন আইফোন আসতে পারে। এতে উন্নত ও হালনাগাদকৃত চিপসেটযুক্ত নতুন আইফোনে ১০ গুণ অপটিক্যাল জুমের ক্যামেরাও যুক্ত করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, নতুন আইফোন সিরিজে ইউএস-সি ক্যাবল যুক্ত করা হতে পারে। নির্ধারিত আইফোন-১৫ ছাড়াও ওয়াচ সিরিজ-৯, ওয়াচ আল্ট্রা-২, অপারেটিং সিস্টেম আইওএস-১৭, ওয়াচওস-১০ ও টিভিওস-১৭ চালুর ঘোষণাও আসতে পারে।

নতুন আইফোন-১৫ প্রো ম্যাক্স মডেলের দাম দুই হাজার ১০০ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।