বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
সামুদ্রিক সতর্কবার্তা: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় (ডিটওয়াহ) কারনে সকল সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর, পুনঃ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা): আজকের সূর্যোদয় ভোর ৬:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫:১১ মিনিটে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক