
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। এছাড়াও আগামী ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। আর ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হলেই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে উল্লেখ আছে এসব তথ্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ, কখন কীভাবে সম্পন্ন হবে, তার পথনকশাকেই রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বলছে ইসি। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিলো নির্বাচন কমিশন, ঘোষণা আজ।
ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোটগ্রহণ, তার কিছুই উল্লেখ থাকবে না রোডম্যাপে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই।
এর আগে, দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনঃনির্ধারণের অভিযোগ আপত্তির ওপর শুনানি।
শেষ দিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে চার দিনে ১৮৯৩টি শুনানি অনুষ্ঠিত হয়।