
আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার
- 1 year ago,
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক শিশুর (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদে পাড়ে মরদেহটি ভেসে থাকতে দেখে এলাকাবাসি। পরে ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানানো হলে পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধারে করে। ধারণা করা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্ধী করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।’