1. Home
  2. বিনোদন
  3. বলিউড
  4. আবারও হলিউডে দীপিকা
আবারও হলিউডে দীপিকা

আবারও হলিউডে দীপিকা

0
  • 1 year ago,

আবারও হলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে এবার কোনো সিনেমায় নয়, নন্দিত এই অভিনেত্রীকে দেখা যাবে মার্কিন ওয়েব সিরিজে। আলোচিত ডার্ক কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয় করতে যাচ্ছেন তিনি। যেটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ঝুলিতে পুরেছে এমি ও গোল্ডেন গ্লোবের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় সিজনের জন্য দীপিকার সঙ্গে নির্মাতার কথা হয়েছে। অভিনেত্রী নিজেও অভিনয়ের ইচ্ছা পোষণ করেছেন। তবে অভিনীত চরিত্র এবং কবে শুটিং শুরু হবে– তা নিয়ে অভিনেত্রী ও নির্মাতা কেউ এখনও মুখ খোলেননি।

প্রযোজনা সংস্থা এইচবিও এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সিরিজের প্রথম দুই সিজনের শুটিং হাওয়াই দ্বীপপুঞ্জ ও সিসিলিতে হলেও এবার লোকেশন বদলে ফেলা হচ্ছে। গল্পের কারণে এবার সিরিজের সিংহভাগ শুটিং হবে থাইল্যান্ডে। চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মাইক হোয়াইট। তৃতীয় সিজনেও একই দায়িত্ব পালন করতে যাচ্ছেন এ নির্মাতা।

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। এরপর নতুন কোনো হলিউড সিনেমা বা সিরিজে দেখা মেলেনি তাঁর। তাই আরও একবার অভিনেত্রীর হলিউডযাত্রা নিয়ে অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া পড়ে গেছে।

‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো জনপ্রিয় সিরিজের অংশ হতে যাওয়া উপলক্ষে অনেকেই অভিনন্দন জানিয়েছেন এ অভিনেত্রীকে। যদিও এ নিয়ে দীপিকা কোনো প্রতিক্রিয়া তুলে ধরেননি। শুধু জানিয়েছেন, ভালো কাজের জন্য যে কোনো দেশে পা রাখতে আপত্তি নেই তাঁর। কারণ, অভিনয় দিয়ে দর্শকের হৃদয় স্পর্শ করাই তাঁর লক্ষ্য।