1. Home
  2. বিশ্ব
  3. আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র”: নিকোলাস মাদুরো
আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র”: নিকোলাস মাদুরো

আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র”: নিকোলাস মাদুরো

0
  • 5 hours ago,

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন, দেশটির হাতে ৫,০০০ রুশ নির্মিত ইগলা-এস মানপোর্টেবল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মোতায়েনের জবাবে এই ঘোষণা আসে, যা কারাকাস “সরকার পতনের মহড়া” বলে অভিহিত করেছে।

মাদুরো বলেন, “শান্তি রক্ষায় আমাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে ৫,০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে।”

এদিকে হোয়াইট হাউস জানাচ্ছে, তাদের উপস্থিতি মূলত মাদকবিরোধী অভিযানের জন্য, যার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে আসা বেশ কয়েকটি পাচারকারী জাহাজ ধ্বংস করা হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক