গ্রিনল্যান্ড প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই বিষয়টি সরাসরি রাশিয়ার জন্য কোনো সমস্যা নয়। তবে তিনি ঐতিহাসিক একটি উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনামূলক হিসাব তুলে ধরেছেন।
পুতিন বলেন, ১৮৬৭ সালে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করেছিল। আলাস্কার আয়তন ছিল প্রায় ১৭ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে দিয়েছিল প্রায় ৭.২ মিলিয়ন ডলার।
পুতিনের মতে, মুদ্রাস্ফীতির হিসাব ধরলে আজকের মূল্যে ওই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫৮ মিলিয়ন ডলার।
এদিকে গ্রিনল্যান্ডের আয়তন আলাস্কার চেয়েও বড় প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার, অর্থাৎ প্রায় ৪ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার বেশি।
এই তুলনার ভিত্তিতে পুতিনের হিসাব অনুযায়ী, যদি আলাস্কার দামের সঙ্গে তুলনা করা হয়, তাহলে গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য হতে পারে আনুমানিক ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার।
পুতিন মূলত ইঙ্গিত দেন, ইতিহাসে যুক্তরাষ্ট্র আগেও ভূখণ্ড কিনেছে, তাই গ্রিনল্যান্ড নিয়েও যে আলোচনা হচ্ছে তা তার দৃষ্টিতে অস্বাভাবিক নয়।
পুতিন অভিযোগ করে আরও বলেছেন “ডেনমার্ক সব সময় গ্রিনল্যান্ডের সাথে কঠোর আচরণ করেছে, অনেকটা একটি উপনিবেশের মতো।”
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক