1. Home
  2. খেলা
  3. আসন্ন সংসদ নির্বাচনের কারণে ফুটবলের সূচি বদল
আসন্ন সংসদ নির্বাচনের কারণে ফুটবলের সূচি বদল

আসন্ন সংসদ নির্বাচনের কারণে ফুটবলের সূচি বদল

0
  • 2 years ago,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামীকাল শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে খেলা ছিল রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের। বেলা আড়াইটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ।

জানা গেছে, জাতীয় নির্বাচনের কারণে এই স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীরা অবস্থান করবেন। পরদিন একই স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি সরিয়ে কিংস অ্যারেনায় নিয়ে আসা হয়েছে। বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচ।