1. Home
  2. বিশ্ব
  3. ইউক্রেনের ২০ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন চায় রাশিয়া
ইউক্রেনের ২০ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন চায় রাশিয়া

ইউক্রেনের ২০ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন চায় রাশিয়া

0
  • 3 weeks ago,

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনাকে চূড়ান্ত সমাধান নয়, বরং আলোচনার একটি প্রাথমিক ভিত্তি হিসেবে দেখছে রাশিয়া। তাই রাশিয়া এই পরিকল্পনায় একাধিক পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার প্রধান দাবি হলো—ইউক্রেনের সামরিক শক্তির ওপর আরও কঠোর সীমাবদ্ধতা আরোপ করতে হবে। পাশাপাশি, ন্যাটোর ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়ে স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা চায় মস্কো, যাতে ইউক্রেন কখনোই এই সামরিক জোটে যুক্ত না হয়।

এছাড়া রাশিয়া চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ করা রুশ সম্পদ নিয়ে পরিষ্কার রোডম্যাপ। তাদের মতে, এসব বিষয়ে অস্পষ্টতা থাকলে কোনো শান্তি চুক্তি টেকসই হবে না।

আরেকটি গুরুত্বপূর্ণ দাবিতে রাশিয়া ইউক্রেনে রুশ ভাষার জন্য বিশেষ “সুরক্ষা” নিশ্চিত করার কথা বলেছে। মস্কোর যুক্তি, ইউক্রেনে বসবাসকারী রুশভাষীদের অধিকার রক্ষাও আলোচনার অংশ হওয়া উচিত।

সব মিলিয়ে, রাশিয়া স্পষ্ট করেছে যে বর্তমান ২০ দফা শান্তি পরিকল্পনা অপরিবর্তিতভাবে গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই, এবং এটি নতুন করে আলোচনার সূচনা মাত্র।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক