
ইউরোপীয়ান নেতাদের সাথে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক, পরবর্তী বৈঠক পুতিন-জেলেনস্কি-ট্রাম্প
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন।
তাদের বক্তব্য থেকে উঠে এসেছে যে আগামী এক–দুই সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধের সমাধানের দিকনির্দেশ আসতে পারে। হোয়াইট হাউসের আলোচনাগুলো এখন পর্যন্ত সফলভাবে এগোচ্ছে।
ইউরোপীয় নেতাদের ও জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্র ট্রাম্পের পরিকল্পনা হলো, জেলেনস্কি এবং পুতিন প্রথমে একান্তে দেখা করবেন। এরপর ট্রাম্পের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আর ট্রাম্প আগস্টের শেষের দিকে পুতিন-জেলেনস্কির বৈঠকের আশা করছেন।
এই বিষয়ে পুতিনেরও আপত্তি নেই। পুতিন ট্রাম্পকে জানিয়েছে সে, জেলেনস্কির সাথে বৈঠক করতে প্রস্তুত। ট্রাম্প আরো বলেন আলাস্কা সম্মেলনে পুতিন সম্মত হয়েছেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মেনে নিতে।
বৈঠকে ভূমি বিনিময়ের প্রসঙ্গও আসতে পারে, যেখানে ফ্রন্টলাইনের বর্তমান অবস্থা বিবেচনা করা হবে।
ট্রাম্প আত্মবিশ্বাসী যে, নিরাপত্তা–সংক্রান্ত বিষয়সহ প্রায় সব ক্ষেত্রেই সমঝোতা হবে। তবে একই সাথে ব্যর্থতার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি।
অনাদিকে জেলেনস্কি এই বৈঠক আয়োজন এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রায় ১০ বার তাকে ধন্যবাদ জানান।
বৈঠক সফলতার জন্য ইউরোপীয় নেতাদের কৃতিত্ব
এনবিসি নিউজ এরভেক বরাতে বলা হয় ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে তাকে বিশেষভাবে প্রস্তুত করেন।
তাদের পরামর্শে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান, নিজের স্ত্রীর লেখা একটি ব্যক্তিগত চিঠি ট্রাম্পের হাতে তুলে দেন এবং আরও আনুষ্ঠানিক পোশাকে হাজির হন।
এই কৌশল কার্যকর প্রমাণিত হয়। ট্রাম্পের কাছ থেকে তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ পান জেলেনস্কি।
তিনি বিতর্কিত ভূমি বিনিময় প্রসঙ্গ এড়িয়ে যেতে সক্ষম হন এবং ট্রাম্পের পুতিনকে অন্তর্ভুক্ত করে ত্রিপাক্ষিক আলোচনার ধারণার প্রশংসা করেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক