1. Home
  2. ধর্ম
  3. ইজতেমার প্রথম পর্ব শেষ হলো
ইজতেমার প্রথম পর্ব শেষ হলো

ইজতেমার প্রথম পর্ব শেষ হলো

0
  • 2 months ago,

টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তাবলীগের ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা ১২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। মোনাজাত শুরু হওয়ার পর পুরো ইজতেমা ময়দান ও এলাকায় নেমে আসে পিন-পতন নীরবতা। লাখো মানুষের মুখে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ নদীর তীর।

মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়। আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। হেঁটেই মুসল্লিদের অনেককে আখেরি মোনাজাতে অংশ নিতে আসতে দেখা গেছে।

শত শত নারী ইজতেমা ময়দানের আশপাশ, কলকারখানা ও বাসাবাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। এছাড়া ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশের তাবলিগ জামাতের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে তাবলীগ শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যদিয়ে গতকাল শনিবার দ্বিতীয় দিন অতিবাহিত হয়। এতে অংশগ্রহণের জন্য টঙ্গীমুখী মুসল্লিদের ঢল নামে গতকাল থেকেই।

এর আগে গত শুক্রবার বাদ ফজর আমবয়ানে মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। শুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে। আগামী সোমবার দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে, যা বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা।