1. Home
  2. বিশ্ব
  3. ইউরোপ
  4. ইতালির ধনী শিকারীরা বসনিয়া যুদ্ধের সময় অর্থের বিনিময়ে মানুষ মারতেন
ইতালির ধনী শিকারীরা বসনিয়া যুদ্ধের সময় অর্থের বিনিময়ে মানুষ মারতেন

ইতালির ধনী শিকারীরা বসনিয়া যুদ্ধের সময় অর্থের বিনিময়ে মানুষ মারতেন

0
  • 3 weeks ago,

বিবিসি তার এক প্রতিবেদনে বলেছে ইতালির প্রসিকিউটররা এক ভয়াবহ অভিযোগের তদন্ত শুরু করেছেন— যেখানে দাবি করা হয়েছে, ধনী ইতালীয় ও বিদেশিরা ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বসনিয়া যুদ্ধে “স্নাইপার সাফারি” নামে ভয়াবহ এক কার্যক্রমে অংশ নিয়েছিলেন, যেখানে তারা অর্থের বিনিময়ে সারায়েভোর বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করতেন।

ইতালীয় সাংবাদিক এজিও গাভাজ্জেনি (Ezio Gavazzeni)-র সংগৃহীত নতুন সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে জানা গেছে, এই বিদেশি “শিকারিরা” সার্ব-নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে সারায়েভোর দিকে গুলি চালাতেন।

অভিযোগ অনুযায়ী, তারা পুরুষ, নারী কিংবা শিশু—যাকে লক্ষ্যবস্তু করা হতো তার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হারে টাকা পরিশোধ করতেন। ইতালীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে “মানবতার বিরুদ্ধে অপরাধে অংশগ্রহণ” হিসেবে বিবেচনা করছে।

তদন্তকারীরা বলছেন, প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক