1. Home
  2. প্রযুক্তি
  3. ইন্সটাগ্রাম-ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন, মেটাকে ইতালির জরিমানা
ইন্সটাগ্রাম-ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন, মেটাকে ইতালির জরিমানা

ইন্সটাগ্রাম-ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন, মেটাকে ইতালির জরিমানা

0
  • 1 year ago,

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে জুয়ার বিজ্ঞাপন দেওয়ায় মালিক প্রতিষ্ঠান মেটাকে ৬৪ লাখ ডলার জরিমানা করেছে ইতালি। গতকাল শুক্রবার ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয় জরিমানা ঘোষণা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সাল থেকেই ইতালিতে জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের জন্য প্রযোজ্য।

ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, মেটা প্ল্যাটফর্মস আয়ারল্যান্ড লিমিটেডের ওপর জরিমানা আরোপ করা হয়েছে। তদন্তে জুয়ার প্রচারণামূলক কনটেন্ট ও বিজ্ঞাপন পাওয়া গেছে। এগুলোতে সরাসরি জুয়া সম্পর্কিত কনটেন্ট রয়েছে। এর মধ্যে ১৮টি (পাঁচটি ইনস্টাগ্রাম ও ১৩টি ফেসবুক) প্রোফাইল বা অ্যাকাউন্টে এ ধরনের বিজ্ঞাপন পাওয়া গেছে।

একই অপরাধের সম্প্রতি জন্য ইউটিউব ও টুইচকেও শাস্তি দিয়েছে ইতালির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর আগেও ইউরোপে অসংখ্যবার মেটাকে জরিমানা করা হয়েছে। বিশেষ করে ডেটা নিরাপত্তা আইন লঙ্ঘন করায় মেটাকে বেশ কয়েকবার জরিমানা করা হয়েছে।