ইরাকে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা: গোপন সতর্কবার্তা
ইরাক সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে যে দেশটি খুব দ্রুত একটি বড় ধরনের সামরিক হামলার মুখে পড়তে পারে। সৌদি মালিকানাধীন পত্রিকা আশারক আল-আওসাত–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয়ের সঙ্গেই সম্পর্ক রয়েছে এমন এক অজ্ঞাতনামা আরব দেশ ইরাককে সতর্ক করে জানিয়েছে, বাগদাদ এখন এক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যা সেপ্টেম্বর মাসে দোহায় হওয়া হামলার মতো পরিস্থিতির দিকে এগোতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরায়েল মনে করছে, তারা ইরাকে এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন বা “গ্রিন সিগন্যাল” পেয়েছে।
এদিকে এক ইরাকি কর্মকর্তা স্বীকার করেছেন যে, বন্ধুত্বপূর্ণ দেশ ও পশ্চিমা দূতাবাসগুলোর কাছ থেকে তারা গুরুতর সতর্কবার্তা পেয়েছেন। তবে একই সঙ্গে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম এই ধরনের প্রতিবেদনের সত্যতা প্রকাশ্যে অস্বীকার করেছে।
সোর্স: Asharq al-Awsat
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক