1. Home
  2. খেলা
  3. ইরানের নারীরা খেলা দেখতে স্টেডিয়ামে যেতে পারবেন
ইরানের নারীরা খেলা দেখতে স্টেডিয়ামে যেতে পারবেন

ইরানের নারীরা খেলা দেখতে স্টেডিয়ামে যেতে পারবেন

0
  • 2 years ago,

ইরান ইসলামী প্রজাতন্ত্র হওয়ায় খেলাধুলার ব্যাপারে দেশটির আইন কঠোর, বিশেষ করে নারীদের জন্য।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ফুটবল এবং অন্যান্য খেলাধুলায় স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করে ইরান সরকার।
তবে এবার সেই রাস্তা থেকে সরে এসেছে দেশটি।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানিয়েছেন, আগামী মৌসুম থেকে মেয়েরা গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখতে পারবেন।
ইরানের শীর্ষ লীগের ড্র অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে তিনি বলেন, ‘এ বছর লিগের অন্যতম আকর্ষণ হলো স্টেডিয়ামের গ্যালারিতে নারীদের দেখা যাবে।’

তিনি আরও বলেন, ইস্পাহান, কেরমান ও আহবেজ শহরের স্টেডিয়ামগুলোর গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ‘ব্যবস্থা’ করা হয়েছে।
ইরানের মেয়েরা জাতীয় দলের ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পেয়েছে ২০১৯ সালে।
তেহরানের আজাদী স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখেছিলেন নারী ফুটবলপ্রেমীরা।
গত বছরের আগস্টে ইরানে ছেলেদের ঘরোয়া ফুটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবারের মতো মেয়েদের গ্যালারিতে বসে খেলা
দেখার অনুমতি দেওয়া হয়।
আডে/নিটু