1. Home
  2. বিশ্ব
  3. ইরানে জাহাঙ্গিরি ডলার ভর্তুকি বন্ধের ঘোষণা
ইরানে জাহাঙ্গিরি ডলার ভর্তুকি বন্ধের ঘোষণা

ইরানে জাহাঙ্গিরি ডলার ভর্তুকি বন্ধের ঘোষণা

0
  • 1 week ago,

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে মৌলিক পণ্যের জন্য চালু থাকা নগদ ডলার ভর্তুকি ব্যবস্থা (জাহাঙ্গিরি ডলার নামে পরিচিত) তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে আমদানিকারকদের মুক্তবাজারের ডলার রেটে মৌলিক পণ্য আমদানি করতে হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বীকার করেন, এই সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। তবে তিনি আশ্বাস দেন, সরকার সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে রক্ষা করতে ক্ষতিপূরণ দেবে। যদিও সেই ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

পেজেশকিয়ানের দাবি, ‘জাহাঙ্গিরি ডলার’ ব্যবস্থার কারণে দেশে দুর্নীতি ও অর্থ আত্মসাত বেড়েছে। তাই এ ব্যবস্থাটি অব্যাহত রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে চালু হওয়া এই ব্যবস্থায় সরকার আমদানিকারকদের প্রতি ডলার ২ লাখ ৮০ হাজার রিয়াল হারে দিত, যাতে তারা কম দামে চাল, তেলসহ মৌলিক পণ্য আমদানি করতে পারে। কিন্তু পরে অভিযোগ ওঠে, অনেক আমদানিকারক ভুয়া কাগজপত্র দেখিয়ে সস্তা ডলার নিয়ে তা মুক্তবাজারে বিক্রি করে দেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক