
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে চেষ্টা হবে ‘কৌশলগত ভুল’: ম্যাক্রন
- 4 weeks ago,
ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে ইসরাইল তথা পশ্চিমা বিশ্ব। এ বিষয়টি সোমবার খোলাখুলি প্রকাশ করেছে ইসরাইল। বিষয়টি নিয়ে পশ্চিমা নেতাদের মধ্যে আলোচনা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইসরাইল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়। তিনি ইসরাইল ও ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, তেহরানের সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করলে তা হবে ‘একটি কৌশলগত ভুল’ পদক্ষেপ। তিনি আরও বলেন, যারা ভাবেন যে বাইরের দিক থেকে বোমাবর্ষণ করে কোনো দেশকে জোর করে রক্ষা করা সম্ভব, তারা বরাবরই ভুল প্রমাণিত হয়েছেন।
নিউজ টুডে বিডি/ডেস্ক