1. Home
  2. বিশ্ব
  3. ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না: হামাস
ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না: হামাস

ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না: হামাস

0
  • 7 hours ago,

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এ অবস্থা চলতে থাকলে তারা নীরব থাকবে না।  একইসাথে সশস্ত্র সংগঠনটি চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। 

সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। 

সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন।

বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়।

হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 

সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে,  যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত।

হামাস আরও জানিয়েছে, রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।  তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দখলদার ইসরাইলকে অভিযুক্ত করে বলেছে, তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করছে।

হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে, ওয়াশিংটন দখলদার ইসরাইলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতা ও সহায়তা ইসরাইলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

হামাসের এই সতর্কবার্তা এমন সময়ে আসলো, যখন দখলদার ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক