1. Home
  2. বিশ্ব
  3. মধ্যপ্রাচ্য
  4. ইসরাইলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব
ইসরাইলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব

ইসরাইলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব

0
  • 10 months ago,

ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরাইল। এর নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজের।

সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরাইলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরাইলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে।

এর আগে, ইসরাইলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে।