1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ইসরাইলি হামলায় আবু উবাইদা নিহত
ইসরাইলি হামলায় আবু উবাইদা নিহত

ইসরাইলি হামলায় আবু উবাইদা নিহত

0
  • 1 week ago,

ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন।

ইসরায়েল বলছে, ফিলিস্তিনের গাজা নগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবাইদা নিহত হন। অন্য একটি সূত্র থেকে জানা যায় এই হামলায় তার স্ত্রী ও দুই সন্তানও নিহত হয়েছেন। ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত আবু উবাদার পরিবারের ৪০ জন নিহত হয়েছেন বলেবসেই সূত্রটি জানান।

‘ক্রুটিহীনভাবে’ এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তবে হামাসের পক্ষ থেকে এখনো আবু উবাইদার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি।

সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল, গাজা নগরীর একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকেরা বলেছেন, গাজা নগরীর জনবহুল আল-রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে।

পরিকল্পিত অভিযানের আগে থেকেই গাজা নগরীতে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। শনিবারের হামলাও তারই অংশ।

গতকাল রোববার কাৎজ সতর্ক করে বলেন, গাজায় অভিযান তীব্রতর হলে উবাইদার আরও অনেক অপরাধী সঙ্গীকে লক্ষ্যবস্তু করা হবে। এর মাধ্যমে তিনি মূলত গাজা নগরী দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখার হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একজন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠনটির চালানো প্রাণঘাতী হামলার আগে থেকে সক্রিয় ছিলেন।

অন্যদিকে ইসরায়েলি হামলায় ইয়াহহিয়া সিনওয়ারের ছোট ভাই ও গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস। ইসরায়েল তিন মাস আগে একটি টানেলে হামলা চালিয়ে তাকে হত্যা করতে সমর্থ হয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক