
ইসরাইল তো তাদেরই সন্তান—বিচারপতি আবদুল মতিন
নিজস্ব প্রতিবেদক : আমেরিকা ইসরাইলে নৌ-জাহাজ পাঠাবে এটা স্বাভাবিক। ইসরাইল তো তাদেরই সন্তান বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি আবদুল মতিন।
সোমবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিন সংহতি পরিষদের উদ্যোগে ‘ফিলিস্তিন বিপর্যয় : বিশ্বব্যবস্থার সংকট’ সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ফিলিস্তিনে বিপর্যয় একটা পরীক্ষা। আমাদের টেকনোলজিতে জোর দিতে হবে। আমাদের দায়িত্ব হবে শিল্প সাহিত্যে হেকমতের পরিচয় দেয়া। আমাদের ঐক্য, আমাদের শিক্ষাব্যবস্থায় যদি পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরা এই দুর্দশা থেকে মুক্তি পাবো না। জায়নবাদ আমার হৃদয়ে রক্তক্ষরণ করছে। মানবতার চৈতন্যে আঘাত করছে। ঐক্যবদ্ধ হয়ে এই মানবতা বিরোধী শক্তিকে প্রতিরোধ করতে হবে।
জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা’র সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন-এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল ইসলাম। সেমিনারে আরো বক্তব্য দেন কবি আবদুল হাই শিকদার, সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, ড. হাবিবুর রহমান, মাওলানা আশরাফ আলী খান, লেখক ও গবেষক শাহ আবদুল হালিম, বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি রকিবুল ইসলাম, শিক্ষাবিদ ড. হাসানুজ্জামান চৌধুরী, সাবেক সচিব মোতাহার হোসেন, ব্যারিস্টার এম এ সরোয়ার, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, প্রবীণ আইনজীবী আবেদ রাজা, কবি ও গবেষক ড. মাহবুব হাসান, লেখক ও গবেষক মনোয়ার শামসী সাখাওয়াত, ইসলামী চিন্তাবিদ ও তামযীমুল উম্মাহ’র চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, বামনা কলেজের সহকারী অধ্যাপক রিয়াতুল কাদির, রাজনীতিক মাহতাব হোসেন, তোফাজ্জল হোসেন মিয়াজী, শফিউর রহমান, রাজনীতিক কাজী আবুল খায়ের, খেলাফতের নায়েবে আমীর আহমদ কাসেমী, মাওলানা শেখ আবুল কালাম আজহারি, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, হযরত মাওলানা সাইফুল কবির, মাওলানা আবুল কাসেম কাসেমী, মুফতি মাওলানা আক্তারুজ্জামান, অধ্যাপক ড. তারেক ফজল, বিশিষ্ট মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।