1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েলকে লেবাননের পরিকল্পনায় সম্মত হতে হবে: মার্কিন দূত
ইসরায়েলকে লেবাননের পরিকল্পনায় সম্মত হতে হবে: মার্কিন দূত

ইসরায়েলকে লেবাননের পরিকল্পনায় সম্মত হতে হবে: মার্কিন দূত

0
  • 1 day ago,

রয়টার্স এর সুত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ব্যারাক বলেছেন, ইসরায়েলকে লেবাননের পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে। এর বিনিময়ে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

লেবাননের মন্ত্রিসভা ইতোমধ্যেই এই রোডম্যাপ অনুমোদন করেছে, যদিও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে রাজি হয়নি।

ব্যারাক বলেন:

“লেবানন তাদের দায়িত্ব পালন করেছে। এখন ইসরায়েলের উচিত সমানভাবে হাত মেলানো।”

তবে পরিকল্পনা গৃহীত হলেও, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, যদি রাষ্ট্র তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করে তবে দেশে “গৃহযুদ্ধ” শুরু হতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক