1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ইসরায়েলি হামলায় ২৭ দেশের নাগরিক নিহত
ইসরায়েলি হামলায় ২৭ দেশের নাগরিক নিহত

ইসরায়েলি হামলায় ২৭ দেশের নাগরিক নিহত

0
  • 5 days ago,

অক্টোবর ২০২৩ থেকে দখলদার ইসরায়েলের হামলায় ২৭টি দেশের নাগরিক নিহত হয়েছেন—এ তথ্য জানাচ্ছে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার নথি।

সবচেয়ে বেশি নিহত হয়েছেন:

ফিলিস্তিনি, লেবাননি, ইরানি, সিরীয় ও ইয়েমেনিরা।

কমসংখ্যক নিহত হয়েছেন:

ইরাকি, মিসরি, তুর্কি, জর্দানি, নেপালি, থাই, ফিলিপিনি, সুদানি, দক্ষিণ আফ্রিকান, চীনা, রুশ, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, মার্কিনি, কানাডিয়ান, পোলিশ, ডাচ, আইরিশ, ফরাসি, জার্মান, ইতালীয় ও সুইডিশ নাগরিক।

চেষ্টা হলেও মৃত্যু হয়নি:

ব্রাজিল ও স্পেনের নাগরিকদের ওপর হামলা হয়েছিল, তবে প্রাণহানি ঘটেনি।

বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন হামলায়। গাজা, পশ্চিম তীর, লেবাননসহ বিভিন্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

ফ্রান্স, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলোতে মাত্র একজন করে নিহত হলেও তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি সেনারা নিজেদের নাগরিককেও একাধিকবার হত্যা করেছে, তবে তারা এই তালিকায় নেই।

অন্যদকে অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল অন্তত ৯টি দেশ ও ভূখণ্ডে হামলা চালিয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক