1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েলের ক্রমাগত হামলার মুখেও ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থা
ইসরায়েলের ক্রমাগত হামলার মুখেও ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থা

ইসরায়েলের ক্রমাগত হামলার মুখেও ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থা

0
  • 3 hours ago,

ইসরায়েল ও আরব গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে জানা গেছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর নতুন করে রকেট, অ্যান্টি-ট্যাংক মিসাইল ও আর্টিলারি সংগ্রহ করছে। এসব অস্ত্র লেবাননে আনা হচ্ছে সিরিয়া ও সমুদ্রপথে, পাশাপাশি সংগঠনটি নিজস্ব উৎপাদন সক্ষমতাও বৃদ্ধি করছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নভেম্বরের যুদ্ধবিরতির পরেও ইসরায়েল এক হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে। হতাশা ছাড়া এখান থেকে কিছুই অর্জন করেনি ইসরায়েল।

তবুও লেবানন কর্তৃক হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। এতে ইসরায়েল–হিজবুল্লাহ নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক