1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণ
ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণ

ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণ

0
  • 3 days ago,

ইসরায়েলের গোপন শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা সাধারণভাবে ডিমোনা পারমাণবিক কেন্দ্র নামে পরিচিত, সেখানে নতুন স্থাপনা নির্মাণকাজের প্রমাণ মিলেছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কেন্দ্রটিতে ব্যাপক খননকাজ ও অবকাঠামো উন্নয়ন চলছে।

বিশেষজ্ঞদের ধারণা, এখানে হয়তো একটি নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর নির্মিত হচ্ছে, যা প্লুটোনিয়াম উৎপাদনে ব্যবহৃত হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি হয়তো ওয়ারহেড সংযোজন কেন্দ্র হতে পারে। তবে কেন্দ্রটির কার্যক্রম সবসময়ই রহস্যে মোড়া থাকায় সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

ডিমোনা কেন্দ্রটি ১৯৬০-এর দশক থেকে ইসরায়েলের তথাকথিত “পারমাণবিক অস্পষ্টতা নীতি”-র অংশ হিসেবে বিবেচিত। এখানে কী ধরনের গবেষণা ও উৎপাদন হয় তা কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েল।

২০২১ সালে একটি বিশাল খনন প্রকল্প দিয়ে শুরু হওয়া নির্মাণকাজের সর্বশেষ অবস্থা ২০২৫ সালের জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঘন কংক্রিট দেয়াল, ভূগর্ভস্থ স্তর এবং ক্রেন ব্যবহার—যা একটি বড় ও নতুন স্থাপনা তৈরির ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই নির্মাণকাজ ইঙ্গিত দেয় যে ইসরায়েল এখনও তার পারমাণবিক সক্ষমতা আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক