ইসরায়েলের তুলনায় ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা অনেক বেশি
টাইমস অব ইসরায়েল তার এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের হাতে বর্তমানে প্রায় ২,০০০টি ভারী ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা ১২ দিনের যুদ্ধের আগেও ছিলো একই পরিমাণ।
এই হিসাব এসেছে CIA ও CENTCOM-এর অনুমান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা সবসময়ই কম করে ধরা হয়েছে; ইরানের হাতে আসলে আরও বেশি মিসাইল রয়েছে।
যুদ্ধ চলাকালে ইরান মাত্র ১২ দিনে ৬০০টি মিসাইল নিক্ষেপ করেছিলো। যদি এই অনুমানকে সঠিক ধরা হয়, তবে ইরান মাত্র ৬ মাসে পুরো মজুদ পুনরায় পূরণ করেছে।
অন্যদিকে, ইসরায়েল একই সময়ে তাদের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মিসাইল (THAAD, Arrow ইত্যাদি) মাত্র ২০% পুনরায় পূরণ করতে পেরেছে।
এর মানে দাঁড়ায়, দীর্ঘমেয়াদি যুদ্ধের ক্ষেত্রে ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার পুনরায় পূরণের ক্ষমতার তুলনায় অনেক বেশি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক