
ইসরায়েলে বিনিয়োগ ফান্ড প্রত্যাহার করেছে নরওয়ে
- 1 week ago,
নরওয়ে মার্কিন কোম্পানি ক্যাটারপিলার থেকে ২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রত্যাহার করেছে।
কারণ হিসেবে জানানো হয়েছে, ক্যাটারপিলারের বুলডোজার ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীরে ব্যবহার করছে।
একই সঙ্গে তারা ইসরায়েলের পাঁচটি ব্যাংক থেকে মোট ৬৬১ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রত্যাহার করেছে। ব্যাংকগুলো হলো—
১. ব্যাংক হাপোআলিম
২. ব্যাংক লিউমি
৩. মিজরাহি টেফাহোট
৪. FIBI (First International Bank of Israel)
৫. ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক
বিনিয়োগ প্রত্যাহারের কারণ হিসেবে জানানো হয়েছে, এই ব্যাংকগুলো ইসরায়েলি বসতি স্থাপন কার্যক্রমের সঙ্গে জড়িত।