
ইসরায়েল যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করতে ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা
প্রো-ইসরায়েল বার্তা জোরদার করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের বাজেটে ৫৪৫ মিলিয়ন শেকেল (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।
প্রোজেক্ট ৫৪৫ নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসরায়েলের পক্ষে বৈশ্বিক জনমত গঠন।
এই প্রকল্পে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লোক টাওয়ার এক্স এলএলসি নামের একটি কোম্পানিকে ৬ মিলিয়ন ডলারের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ট্রাম্পের সাবেক প্রচারণা পরিচালক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বে পরিচালিত হবে।
প্রচারণার মূল ফোকাস থাকবে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম। বিশেষ করে টিকটক, ইউটিউব ও ইন্সটাগ্রাম এর মতো প্ল্যাটফর্মে।
প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল অ্যালগরিদম নিয়ন্ত্রণ এবং এআই মডেল (যেমন চ্যাট জিপিটি ও জেমিনি) -এর তথ্য উৎসে প্রভাব বিস্তার করতে চায়। যাতে প্রো-ইসরায়েলের ধারণা ছড়িয়ে দেওয়া যায়।
নেতানিয়াহু এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমই আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা মানুষের ভাবনা বদলে দিতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক