1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েল: শিশু নির্যাতনকারীদের নিরাপদ আশ্রয়স্থল
ইসরায়েল: শিশু নির্যাতনকারীদের নিরাপদ আশ্রয়স্থল

ইসরায়েল: শিশু নির্যাতনকারীদের নিরাপদ আশ্রয়স্থল

0
  • 8 hours ago,

ইসরায়েলকে পাঁচ বছর আগে শিশু যৌন অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে প্রকাশ্যে আনা হয়েছিল। কিন্তু সেই অবস্থার বিশেষ কোনো পরিবর্তন এখনো হয়নি।

২০২০ সালে CBS News একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে বলা হয় মার্কিন শিশুধর্ষকরা ইসরায়েলের ল অফ রিটার্ন  (Law of Return) আইনকে কাজে লাগিয়ে শাস্তি এড়িয়ে সেখানে চলে আসে।

এই আইন অনুযায়ী, ইহুদিরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে যায়। অথচ কর্তৃপক্ষ অনেক সময় সঠিক পরিচয় যাচাইও করে না— এমনকি সাধারণ গুগল সার্চ পর্যন্ত করে না।

এই মুহূর্তে অন্তত ৬০ মার্কিন যৌন অপরাধী ইসরায়েলে অবাধে বসবাস করছে।

দেশীয় অপরাধীদের অবস্থা

Matzof Association ২০২০ সালে জানায়, ইসরায়েলে লক্ষাধিক শিশু প্রতি বছর নির্যাতিত হয়, এবং সেখানে হাজার হাজার শিশু নির্যাতনকারী রয়েছে।

এমন এক অপরাধীকে হাজারো অবৈধ ফাইলসহ ধরা হলেও মুক্তি দেওয়া হয়েছিল, কারণ শাস্তি দিলে তার “ক্যারিয়ারের ক্ষতি” হবে।

তাই অপরাধীরা এখন পুলিশের ভয় পায় না, আদালতের রায়কেও অবজ্ঞা করে।

জুন ২০২৫-এ, ভুক্তভোগীরা নেসেটে একটি পাচার চক্র উন্মোচন করে। এতে দেখা যায়— ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে পাশবিক নির্যাতন করা হতো।

এতে চিকিৎসক, শিক্ষক, পুলিশ এবং সংসদ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ পায় ঠিক ইসরায়েলের ইরানে হামলার কয়েকদিন আগে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের ডেটা ও এআই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান, টম আলেকজান্দ্রোভিচকে এক নাবালিকা মেয়ের কাছ থেকে যৌন সুবিধা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাকে মুক্তি দিয়ে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।

সব মিলিয়ে, ইসরায়েল এখনো যৌন অপরাধীদের জন্য এক চমকপ্রদ নিরাপদ আশ্রয়স্থল— যেখানে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায় না, অথচ অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক