
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে গুনতে হবে জরিমানা। এ ছাড়া লঞ্চে অতিরি যাত্রী বহন করা যাবে না। অনিয়ম করলে নৌ পুলিশ গ্রেপ্তার করতে পারবে, নৌ বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলকসভা শেষে এসব তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে।
উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এ ছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
নিউজ টুডে বিডি/ডেস্ক