
ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী
- 1 year ago,
ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক, শ্রমিক ও শিল্প পুলিশের সমন্বয় বৈঠকে পর এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তারা বোনাস পাবে এবং বেতনও পাবে।