1. Home
  2. বিনোদন
  3. ঢালিউড
  4. ঈদে ঢাকাই সিনেমায় কৌশানীর অভিষেক
ঈদে ঢাকাই সিনেমায় কৌশানীর অভিষেক

ঈদে ঢাকাই সিনেমায় কৌশানীর অভিষেক

0
  • 10 months ago,

আসছে ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। আর এর মাধ্যমে প্রথমবার ঢাকাই সিনেমায় অভিষেক মিষ্টি এই নায়িকার। যদিও এর ‘প্রিয়া রে’ নামে প্রথম একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে আজও আলোর মুখ দেখেনি শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি। আদৌ আর মুক্তি পাবে কি না তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ছাড়া সংগীতশিল্পী ইমরানের গাওয়া একটি গানেও মডেল হয়েছিলেন পশ্চিমবঙ্গের এই তারকা।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে সিনেমাটির কাজ শেষ করে গেছেন কৌশানী। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ সিনেমায় কৌশানীর সঙ্গে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। এতে আরও অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দাকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, ডন, শিমুল খান, সীমান্ত প্রমুখ। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কৌশানীকে।

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা তার সোশ্যাল হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা নিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ডার্ক ওয়ার্ল্ড মুভিটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের প্রতিটি মুভি আমাদের মুভি। প্রতিটি মুভি সফল হোক এই কামনা করি। শুধু অনুরোধ থাকবে সব মুভি দেখা শেষ হলে একবার হলেও আমাদের মুভিটি দেখবেন। আপনাদের ভালো-খারাপ অনুভূতি আমাদের জানাবেন। আপনাদের ভালোবাসা প্রত্যাশা করছি।

মানিক বলেন, ‘আমরা আগে থেকেই ঈদে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছিলাম; কিন্তু আগে ঘোষণা দিইনি। কারণ ছবির সব কাজ শেষ না করে ঘোষণা দেওয়া উচিত নয়। তাই সব প্রস্তুতি শেষ করেই ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছি। আর আমি তো অ্যাকশন ছবি এর আগে নির্মাণ করিনি তাই কিছুটা সংশয়েও ছিলাম, কারণ সেন্সর বোর্ড কীভাবে ছবি গ্রহণ করেন। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আমাদের ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এতে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। দর্শকদের বলতে চাই, এবার ঈদেই আমরা আসছি।

জানা গেছে, ছবির প্রচারণার কাজে আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন কৌশানী মুখার্জি।