1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. উপকূলীয় জেলাগুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন
উপকূলীয় জেলাগুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

উপকূলীয় জেলাগুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন

0
  • 1 year ago,

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে শীতের মধ্যে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার রাত থেকে পটুয়াখালী, ভোলা, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, কয়রা, রামগতি, সন্দ্বীপ, হাতিয়া, মোংলা, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বাগেরহাটসহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

গত দুই দিন ধরে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের আকাশ মেঘে ঢাকা। গতকাল বিকাল থেকে ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।