কাতারের দোহা ফোরামে বক্তব্য দিতে গিয়ে বিল গেটস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আগামী বছরগুলোতে এইচআইভি এবং ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করা হবে।
এআই শুধুমাত্র ভ্যাকসিন তৈরির বৈজ্ঞানিক গবেষণাই নয়, বরং ভ্যাকসিন কোথায়, কীভাবে এবং কার কাছে পৌঁছাবে — সেই পুরো প্রক্রিয়াও দ্রুত ও কার্যকর করবে।
তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মহামারি মোকাবিলা এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে দেবে।
বিল গেটস ব্যাখ্যা করেন – এআই খুব দ্রুত নতুন ভাইরাস বা রোগজীবাণুর জেনেটিক প্যাটার্ন বিশ্লেষণ করতে পারে। কম সময়ের মধ্যে কোন ধরনের ভ্যাকসিন সবচেয়ে কার্যকর হবে তা পূর্বাভাস দিতে পারে।
গবেষণায় যে সময় আগে কয়েক বছর লাগতো, এআই তা কয়েক মাসে নামিয়ে আনতে পারে। ফলে এআই চালিত ভ্যাকসিন কার্যক্রম সফল হলে স্বাস্থ্যবিজ্ঞানে এক বিশাল অগ্রগতি হিসেবে দেখা হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক