মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চরে বসবাস করা একজন মানুষ সকালে জানেনা বিকেলে তার ঘর থাকবে কিনা, নাকি তার ঘর ভিটেমাটিসহ নদী গর্ভে হারিয়ে যাবে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) ফকিরাপুলে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
জাহিদুর রহমান বলেন, চরের মানুষের জন্য যে পরিকল্পনা হয় তা যদি যথাযথ ভাবে বাস্তবায়ন হয় তাহলে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব। এর মাধ্যমে তাদের কষ্টও কমিয়ে আনা সম্ভব।
তিনি চরের মানুষের কষ্টের কথা উল্লেখ করে বলেন, যার বয়স ৫০ বা ৬০ বছর, কিন্তু তাদের একবারও বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়নি এমন লোক খুব কমই পাওয়া যাবে। কারও কারও বাড়ি ৪-৫ বারও ভেঙ্গেছে। কিন্তু তারপরও তারা ঢাকায় না গিয়ে সেখানেই থেকে গেছে।
তিনি যোগ করেন, নদী ভাঙ্গন রোধ করা বা নদী শাসন করার পদ্ধতি জানার জন্য আমাদের দূরে যেতে হবে না। আমাদেরই মিনিস্ট্রি আছে, পানি উন্নয়ন বোর্ড আছে। আমাদের নদী ভাঙ্গন রোধ করার জন্য বরাদ্দ হয়, বস্তা কেনা হয় কিন্তু সেই বস্তা আর ঠিক জায়গায় ফেলা হয় না। যদি দূর্নীতি বন্ধ করা যায় তবেই নদী ভাঙ্গন রোধ করে চরের মানুষের জীবনে স্থিতিশীলতা আনা সম্ভব।
এই সময়ে তিনি চর এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পরেছে উল্লেখ করে এর জন্য উদ্বেগ প্রকাশ করেন। তাকে নির্বাচিত করলে তিনি মাদক নিয়ন্ত্রণ, দূর্নীতি রোধ ও তার নির্বাচনী এলাকাকে স্যাটেলাইট শহরে রুপান্তরিত করার প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক