1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. একদিনে নিখোঁজ দুই বোন
একদিনে নিখোঁজ দুই বোন

একদিনে নিখোঁজ দুই বোন

0
  • 10 months ago,

বন্দরে গৃহবধূ, স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি (হাবিবনগর) এলাকা থেকে গৃহবধূ সাথী আক্তার (১৮) ও তার ছোট বোন মীম (১১) নামে টেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে রোববার দুপুরে গৃহবধূর স্বামী ও নিখোঁজ কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় পৃথক পৃথক জিডি করেছেন।

পুলিশ জানায়, শনিবার বিকাল ৪টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি (হাবিব নগর) এলাকার শাওন মিয়ার স্ত্রী সাথী আক্তার ও তার ছোট বোন মীম ট্রেইলার্স যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজ গৃহবধূ সাথী আক্তার ও মীম পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন কাজীর মেয়ে।
অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ দুই বোনের কোনো হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুটি নিখোঁজের জিডি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বন্দরে বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জিডি পেয়ে নিখোঁজ দুই বোনকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।