
এবার ঈদে ইত্যাদিতে নাচবেন সিয়াম ও মেহজাবীন
- 1 year ago,
মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে “ইত্যাদি”-তে একটি বিশেষ নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।
ঈদের ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।