
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার, ক্ষুব্ধ ইসরাইল
যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে কানাডার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। এক বিবৃতিতে কানাডায় অবস্থিত ইসরাইলি দূতাবাস বলেছে, ‘যেখানে কোনও জবাবদিহিমূলক সরকার নেই, কার্যকর প্রতিষ্ঠান নেই, বা মানবিক নেতৃত্ব নেই, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরতাকে পুরস্কৃত করা।’
এ ঘোষণার ফলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর কানাডা হতে যাচ্ছে তৃতীয় বড় পশ্চিমা শক্তি যারা একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ-কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। শান্তির পক্ষে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ জরুরি।’
তিনি আরও জানান, কানাডার এই স্বীকৃতি ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমের ওপর নির্ভরশীল।’
কানাডা আশা করছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগামী ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজন করবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং নতুন ফিলিস্তিন রাষ্ট্রটি হবে নিরস্ত্রীকৃত।
উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে প্রশাসনিক দায়িত্ব পালন করে। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলেও জাতিসংঘ পুরো অঞ্চলকেই (গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম) ইসরাইলের দখলীকৃত এলাকা হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। । তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়া এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১২ সালের নভেম্বরে ফিলিস্তিনকে ‘নন-মেম্বার অবজারভার স্টেট’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া, সুইডেন, স্পেন ও আয়ারল্যান্ড ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। মাল্টা ও বেলজিয়ামসহ কয়েকটি দেশও স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও জানান, ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। শেষমেশ একই কথা জানালো কানাডা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক