
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে দীর্ঘ সময় পরে। তখন মঞ্চেই ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব।
পাকিস্তানের খেলোয়াড়েরা রানার্সআপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।
পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসেনাটকীয়তা চরমে পৌঁছায়। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তাঁর সঙ্গে নেমে যান অতিথিরাও। কারণ, চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভারত সরকার নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে।নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন।
এর আগে ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করা হলেও শুরুতে সেখানে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের। প্রায় মিনিট পঞ্চাশেক পরে তাঁরা যখন এলেন, তখনও শেষ হয়নি পুরস্কার বিতরণী শুরুর অপেক্ষা। ভারতের ক্রিকেটাররা এই পুরোটা সময়ই একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে চান না। শেষ পর্যন্ত তাঁরা তা করেন কি না সেই অনিশ্চয়তা নিয়েই শুরু হয় পুরস্কার বিতরণী। একে একে দেওয়া হয় সব পুরস্কারই। তবে ভারতের ক্রিকেটাররা মঞ্চে দাঁড়িয়ে থাকা নকভীর হাত থেকে কোনো পুরস্কার নেননি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক।