1. Home
  2. বিশ্ব
  3. কতটা ভয়ঙ্কর কসোভো ইরাক ধ্বংসের নায়ক টনি ব্লেয়ার?
কতটা ভয়ঙ্কর কসোভো ইরাক ধ্বংসের নায়ক টনি ব্লেয়ার?

কতটা ভয়ঙ্কর কসোভো ইরাক ধ্বংসের নায়ক টনি ব্লেয়ার?

0
  • 3 weeks ago,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-পরবর্তী গাজা তদারকির নতুন বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিয়োগের পরিকল্পনা করছেন। কিন্তু ব্লেয়ারের অতীত নতুন করে তার ভয়াবহ ক্যারিয়ারকে সামনে নিয়ে এসেছে।

কসোভো যুদ্ধ (১৯৯৯)

সে সময় ব্লেয়ার ছিলেন ন্যাটোর সবচেয়ে কঠোর কণ্ঠ। তিনি শুধু বোমা বর্ষণ নয়, স্থল আক্রমণের পক্ষেও ছিলেন। তার সরকার দাবি করেছিল, সার্বরা ১ লাখ আলবেনীয়কে গণহত্যা করেছে—কিন্তু তদন্তে ২,১০৮ জন নিহতের প্রমাণ মেলে।

জাতিসংঘের তত্ত্বাবধানে ২০০১ সালে প্রিস্টিনার সুপ্রিম কোর্ট জানায়, সার্ব বাহিনী গণহত্যা করেনি। পরে গবেষক মার্ক কার্টিস দেখান, এমআই৬ ও সিআইএ আলবেনীয় গেরিলাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল।

ব্লেয়ারের ঘনিষ্ঠ মিত্র ছিলেন আলবেনীয় নেতা হাশিম থাচি, যিনি ২০২০ সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত হন।

ইরাক যুদ্ধ (২০০৩)

ব্লেয়ার মার্কিন আগ্রাসনের দৃঢ় সমর্থক ছিলেন। দাবি করেছিলেন, ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে যা কখনো পাওয়া যায়নি। ২০০২ সালের এক সরকারি মেমোতেই স্বীকার করা হয়েছিল, এই অভিযোগ ছিল “দুর্বল।”

তার উপদেষ্টা জনাথন পাওয়েল গোয়েন্দা রিপোর্ট “পুনর্লিখন” করার পরামর্শ দেন যেন হুমকি আসন্ন মনে হয়। ২০১৬ সালের যুক্তরাজ্যের ইরাক ইনকোয়ারি জানায়, ইরাক যুদ্ধের আগে সব কূটনৈতিক বিকল্প তখন ব্যর্থ হয়নি, গোয়েন্দা তথ্য ছিল অস্পষ্ট, আর ইরাক তাত্ক্ষণিক হুমকি ছিল না। কিন্তু ব্লেয়ারের উষ্কানিতে ইরাক পরিণত হয় ধ্বংসস্তুপে।

গণ নজরদারি ও ডিজিটাল আইডি

২০০০ সাল থেকেই ব্লেয়ার নজরদারি ও ডিজিটাল আইডি প্রচারের পক্ষপাতী। ২০২০ সালের ডব্লিউইএফ সাইবার পলিগনে এবং ২০২৫ সালেও তিনি ডিজিটাল আইডি সমর্থন করেন। ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ২০২১ থেকে টনি ব্লেয়ার ইনস্টিটিউটে ২৫৭ মিলিয়ন ইউরোর বেশি দান করেছেন।

এপস্টেইন সংযোগ

ব্লেয়ারের উপদেষ্টা পিটার ম্যান্ডেলসন ২০০০-এর দশকেও জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, এমনকি ২০০৮ সালের দণ্ডের পরও।

দ্য টাইমস জানায়, ২০০২ সালে ম্যান্ডেলসন ব্লেয়ারকে এপস্টেইনের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার সেই মেমো গোপন রেখেছে বলে অভিযোগ, যাতে বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক