
বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও করণ জোহর। একজন প্রযোজক, আরেকজন অভিনেতা। দুজনেরই বেশ শক্ত অবস্থান রয়েছে বলিপাড়ায়। একসময় সালমানের সঙ্গে ভালো সম্পর্কই ছিল করণের। একটি রিয়েলিটি শোতে করণ বলেছিলেন, তার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় দুজন হিরো কাজ করেছিলেন। মূল ভুমিকায় অভিনয় করেন শাহরুখ এবং সেকেন্ড নায়ক ছিলেন সালমান।
শোনা গিয়েছিল, দীর্ঘ ২৫ বছর পর আবারও একসঙ্গে কাজ করবেন বলিউড ভাইজান সালমান খান ও নির্মাতা করণ জোহর। করণের প্রযোজনায় ‘বুল’ সিনেমায় অভিনয় করার কথা ছিল সালমানের। কিন্তু সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ভাইজান। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ঘোষণার পর ‘বুল’ সিনেমাটি ২০২৫-এর ইদে মুক্তি পাওয়ার কথা শোনা যায়। প্রথমে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বরে। তবে নানান মতবিরোধে এর কাজ চলতি বছরে প্রথমে জানুয়ারি, পরে ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয়। তার পরও কাজ শুরু করা সম্ভব না হলে তা আগামী মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আর এখন শোনা যাচ্ছে, সালমান খান নাকি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, করণ জোহর শেষ পর্যন্ত সালমানের কাছ থেকে জুলাই পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিলেন। তবে বারবার প্রযোজক করণ জোহর ও পরিচালক বিষ্ণুবর্ধন নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সালমান। সালমান খান নাকি নিজেই বিনয়ের সঙ্গে করণকে সিনেমাটি থেকে সরে আসার কথা জানিয়েছেন। আর ভবিষ্যতে সুযোগ এলে ফের করণের সঙ্গে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন বলিউড সুলতান।
তবে আরও এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, সিনেমাটির কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণ আসলে সালমান নিজেই। প্রথম দিকে সালমান ‘বুল’ নিয়ে বেজায় খুশি ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি করণ জোহর ও বিষ্ণুবর্ধনকে ফোন করতেন। তবে সালমান খান ও তার টিমের কিছু পরামর্শ সব ক্ষেত্রে ছবির নির্মাতারা মেনে নিতে পারেন না। আর তখনই ইগোর সমস্যা তৈরি হয়। বুলের ক্ষেত্রেও খানিকটা তেমনই হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’- এরপর বুল সিনেমার জন্যই ফের একবার করণের হাত ধরেছিলেন ভাইজান। তবে সেটাও বাস্তবায়িত হচ্ছে না। সালমান খান আপাতত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে একটা ছবির কাজে মন দিয়েছেন।