কলম্বিয়ার প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্প প্রশাসন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি-র বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (OFAC) ঘোষণা করেছে যে, এই দুই শীর্ষ কর্মকর্তার পাশাপাশি প্রেসিডেন্ট পেত্রো’র স্ত্রী এবং ছেলেকেও এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে তাঁদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানগুলোকে তাঁদের সঙ্গে কোনো আর্থিক বা বাণিজ্যিক লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলম্বিয়ার প্রেসিডেন্ট সরাসরি বলেছিল, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান মূলত মাদকবিরোধী নয়— এর আসল উদ্দেশ্য তেলের খনিগুলো দখল করা।
অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বর্তমানে দেশটির ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কার করার বিষয়ে ভাবছেন।
তিনি এই সিদ্ধান্তকে “সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, “আমেরিকার সাহায্য না থাকলেও কিছু আসে যায় না।” তবে একই সাথে পেত্রো স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হেলিকপ্টার হারালে সামরিক ও নিরাপত্তা কার্যক্রমে গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক