1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. কাজের ভিসার ফি ১৭০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে করেছে ট্রাম্প, ভারতীয়দের মাথায় হাত!
কাজের ভিসার ফি ১৭০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে করেছে ট্রাম্প, ভারতীয়দের মাথায় হাত!

কাজের ভিসার ফি ১৭০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে করেছে ট্রাম্প, ভারতীয়দের মাথায় হাত!

0
  • 6 days ago,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ হিসেবে এইচ-১বি ভিসা আবেদনকারীদের জন্য বার্ষিক ১ লাখ ডলার (প্রায় ৮৮ লাখ রুপির বেশি) ফি ধার্য করার একটি ঘোষণা স্বাক্ষর করেছেন যা পূর্বে ছিলো ১৭০০ ডলার। এই সিদ্ধান্ত বিশেষত প্রযুক্তি খাতে বড় ধাক্কা দিতে পারে, যেখানে ভারত ও চীনের দক্ষ শ্রমিকদের ওপর নির্ভরতা অনেক বেশি।

ঘোষণায় বলা হয়েছে, আজ রাত ১২টার পর যদি কোনো এইচ-১বি ভিসাধারী যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তবে তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ না তাদের নিয়োগকর্তা নতুন ফি পরিশোধ করেন। তবে এখনো এই টাকা দেওয়ার জন্য কোনো সরকারি পেমেন্ট সিস্টেম খোলা হয়নি।

ট্রাম্প জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো এমন মানুষদের যুক্তরাষ্ট্রে আনা, যারা ‘বাস্তবিকভাবে অত্যন্ত দক্ষ’ এবং যারা আমেরিকান কর্মীদের বাজার দখল করবে না। তিনি বলেন, ‘আমাদের শ্রমিক দরকার। আমাদের ভালো শ্রমিক দরকার, এবং এই পদক্ষেপ সেই বিষটিই নিশ্চিত করবে।’

হোয়াইট হাউসের স্টাফ সচিব উইল শারফ বলেন, এইচ-১বি অ-ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম বর্তমান অভিবাসন ব্যবস্থায় ‘সবচেয়ে বেশি দূর্ব্যবহৃত ভিসা’। তিনি বলেন, ‘এই ঘোষণার মাধ্যমে কোম্পানিগুলোকে এইচ-১বি আবেদনকারীদের স্পন্সর করার ফি ১ লাখ ডলার করা হবে। এটি নিশ্চিত করবে যে, তারা যারা আনছে তারা সত্যিই অত্যন্ত দক্ষ এবং আমেরিকান শ্রমিক দ্বারা প্রতিস্থাপনযোগ্য নয়।’

মার্কিন কংগ্রেসের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এটি এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সিদ্ধান্তগুলোর একটি , যা প্রশাসন নির্বাহী ক্ষমতার মাধ্যমে কার্যকর করেছে।

তবে, কিছু ক্ষেত্রে ইউরোপীয় ডাক্তার ও বিজ্ঞানীদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে।

প্রসঙ্গত, এইচ-১বি ভিসাধারীদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। তারা প্রায়ই ভারতে যাতায়াত করেন এবং সোনা বা অন্যান্য ধাতু নিয়ে আসেন, যা অনেক সময় কর ফাঁকি দিতে সহায়ক। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর অনুমোদিত এইচ-১বি ভিসার ৭১ শতাংশ ভারতীয় নাগরিক পেয়েছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক