1. Home
  2. বিশ্ব
  3. কাতারকে হুঁশিয়ারি দিল নেতানিয়াহু
কাতারকে হুঁশিয়ারি দিল নেতানিয়াহু

কাতারকে হুঁশিয়ারি দিল নেতানিয়াহু

0
  • 2 hours ago,

কাতারের রাজধানী দোহায় হামলার পর এবার দেশটিকে সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, হামাস নেতাদের বহিষ্কার না করলে আবারও কাতারে সামরিক অভিযান চালানো হবে।

গত মঙ্গলবার কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই দোহায় হামলা চালায় ইসরাইল। হামলার মূল লক্ষ্য ছিল শীর্ষস্থানীয় হামাস নেতাদের হত্যা করা। কথা ন্তু হামাস নেতারা এই হামলা থেকে বেঁচে যান। 

তিনি বলেন, “৭ অক্টোবরের গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কাতার নিরাপদ আশ্রয় দিয়েছে, অর্থায়ন করেছে এবং বিলাসবহুল প্রাসাদে থাকার সুযোগ করে দিয়েছে। কাতারসহ যেসব দেশ হামাসকে আশ্রয় দেয়, তাদের আমি বলছি—হয় বহিষ্কার করুন, নয় বিচারের আওতায় আনুন। না হলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব।”

সে আরও বলে, ইসরায়েলের পদক্ষেপ আমেরিকার ৯/১১–এর পরের অভিযানের মতোই। তখন যেমন আমেরিকা পাকিস্তান ও আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে টার্গেট করেছিল, তেমনি ইসরায়েলও হামাস নেতাদের টার্গেট করছে।

যারা ইসরায়েলকে নিন্দা করছে, তাদের ‘লজ্জা পাওয়া উচিত’ বলেও মন্তব্য করেছে নেতানিয়াহু।

এদিকে ইসরাইলি আগ্রাসনের জবাবে আরব বিশ্বের সম্মিলিত পদক্ষেপ চান কাতার। দেশটি ইঙ্গিত দিয়েছে, আসন্ন আরব ইসলামিক সামিটে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। কাতার স্পষ্ট জানিয়েছে—ইরান, তুরস্কসহ আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে, এবং একটি অর্থবহ পদক্ষেপের মাধ্যমে ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত রাখার চেষ্টা করা হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক