1. Home
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ
কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

0
  • 11 months ago,

আবারো মেট্রোরেল চলাচলে বিপত্তি। সকালের পর বিকালেও বন্ধ রয়েছে ট্রেনটি। এতে অফিস ফেরত যাত্রীরা বিপাকে পড়েছেন।

জানা গেছে, ঝড়ে মেট্রো লাইনে গাছের ডাল পড়া ও বিদ্যুৎ বিভ্রাট্রের কারণে কারওয়ান বাজার থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

মতিঝিল রেল স্টেশনে আসা একাধিক যাত্রী টেলিফোনে জানিয়েছেন, এই স্টেশন থেকে যাত্রীদের উত্তরা যেতে কারওয়ান বাজার গিয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ট্রেন কখন থেকে সচল হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল লাইনের ওপর গাছের ডাল পড়েছে। সোমবার (২৭ মে) বিকাল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে ডিজিটাল সাইনবোর্ডে ‘জরুরি বাটন টেপা হয়েছিল’ লেখা থাকলেও প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

এর আগে, সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলে আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল সকাল ১০টার পর স্বাভাবিক হয়।