1. Home
  2. বাংলাদেশ
  3. কুয়াশার কারণে ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ কলকাতা-হায়দরাবাদে
কুয়াশার কারণে ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ কলকাতা-হায়দরাবাদে

কুয়াশার কারণে ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ কলকাতা-হায়দরাবাদে

0
  • 1 year ago,

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে নামতে না পারায় ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ করেছে কলকাতাসহ বেশ কয়েকটি বিমানবন্দরে।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিনগত রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা, হায়দরাবাদ, সিলেট ও চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, পরে সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে।