1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. কোটা বাতিলের দাবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কোটা বাতিলের দাবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

0
  • 1 year ago,

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই অবরোধে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে করে অন্তত ১০ কিলোমিটার যানজট লেগেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন রাশেদ ইবনে নূর বলেন, কোটা সংস্কার করা উচিত। ৩০ ভাগ কোটা রাখা হচ্ছে মেধাবীদের অবমূল্যায়ন করা। আরেক শিক্ষার্থী মো. আনাস বলেন, তাঁরা সহস্রাধিক শিক্ষার্থী কোটাবিরোধী আন্দোলন করছেন। দাবি আদায় করে তারপর আন্দোলন শেষ করবেন।

আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য উপস্থিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।