1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. ক্রিকেট ম্যাচ শেষে স্টাম্প পেতে গুনতে হবে অনেক ডলার
ক্রিকেট ম্যাচ শেষে স্টাম্প পেতে গুনতে হবে অনেক ডলার

ক্রিকেট ম্যাচ শেষে স্টাম্প পেতে গুনতে হবে অনেক ডলার

0
  • 1 year ago,

ক্রিকেট ম্যাচ জয়ের পর উদযাপনের অংশ হিসেবে স্টাম্প তুলে ফেলা নতুন কিছু না। মূলত স্মারক হিসেবেই এটি করে থাকেন ক্রিকেটাররা, যা চলে আসছে প্রায় ৫০ বছর ধরে। কিন্তু এখন চাইলেই স্টাম্প তুলে নিয়ে যাওয়া যাবে না। স্টাম্প বাড়িতে নিয়ে যেতে চাইলে খরচ করতে হবে টাকা, এমনই খবর অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের।

এই তো গত বুধবার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের ফাইনালে সিডনি সিক্সার্সকে হারিয়ে শিরোপা জেতে ব্রিসবেন হিট। সে ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ব্রিসবেনের বাঁহাতি পেসার স্পেনসার জনসন। জয়ের স্মারক হিসেবে পিচ থেকে তিনি স্টাম্প তুলতে গেলে এক অফিশিয়াল বাধা দেন এবং বলেন, প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার (২ লাখ ৭৫ হাজার টাকা)। এগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে এবং ফেরত দেওয়ার সময় ‘ফুল সেট’ (সবগুলো স্টাম্প) দিতে হবে। বল লাগলেই জ্বলে উঠা এই স্টাম্পের নাম ‘জিংস স্টাম্প’ এবং তা বিগ ব্যাশ ছাড়া ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও।

এর আগে, মেয়েদের বিগ ব্যাশে লিগের ফাইনালেও এমন ঘটনার নজির দেখা গিয়েছিল। ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের সে ম্যাচে পেসার মেগান শুট জয়ের পর স্মারক হিসেবে একটি স্টাম্প তুলে নেন। পরে আয়োজকরা তার সঙ্গে যোগাযোগ করে স্টাম্প ফেরত নেন।