
আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কাম্য নয়।’
শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেটের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘুদের ওপর হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দাবি করি, যার দুস্কৃতিকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।
সভায় বক্তারা দুই হাজারের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘সবগুলো নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি। আমি রাজনীতি করি এটা অপরাধ না। যে ধর্মের মানুষ হই না কেন এ দেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে।
কিন্তু রাজনীতির সঙ্গে যদি সন্ত্রাস করি, সন্ত্রাসের কারণে যদি আমার ওপর কিছু আসে এটাকে ঠিক ধর্মের সঙ্গে কিন্তু মেলানো যাবে না। আমরা সেগুলোকে পরখ করে যদি দেখি দেখব অনেকগুলোই রাজনৈতিক কারণে ঘটেছে।’।